July 31, 2025, 9:49 am
শিরোনামঃ
রাজশাহীতে ছোটবনগ্রাম পূর্বপাড়া নির্মাণাধীন বাড়ি থেকে  ছিনতাইকারী আটক করা হয়েছে । জয়পুরহাটের কালাইয়ে ভোটের আমেজে মাতলো স্কুল শিক্ষার্থীরা জামায়াত আমিরের হার্টে ৩ ব্লক, জরুরি সার্জারির সিদ্ধান্ত কুড়িগ্রামে জুলাই শহীদ আশিক ”স্ট্রীট মেমোরি স্ট্যাম্প” এর ভিত্তিপ্রস্তর উদ্বোধন কুড়িগ্রামে সাপের কামড়ে সাপুড়ের মৃত্যু সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির কুড়িগ্রাম সদর উপজেলা কমিটি গঠন: রওশন আরা সভাপতি, সাধারণ সম্পাদক তারিকুজ্জামান বান্দরবানে সেনাবাহিনীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পেইন অনুষ্ঠিত শৈলকুপার শাহী মসজিদ: এক রাতের রহস্যে মোড়ানো ইতিহাসের সাক্ষী পাঁচবিবিতে পৌর জামায়াতের ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত ভিউয়ের নেশায় বেপরোয়া ইউটিউবাররা, উদ্ধার কাজ-সংবাদ সংগ্রহে ঘটছে বিঘ্ন

পাঁচবিবিতে পৌর জামায়াতের ইসলামীর উদ্যোগে মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত

জয়নাল আবেদীন জয়, জয়পুরহাট জেলা প্রতিনিধি:

 

জয়পুরহাট জেলার পাঁচবিবি পৌর জামায়াতে ইসলামীর উদ্যোগে আজ সকালে এক গুরুত্বপূর্ণ মাসিক নির্বাচনী বৈঠক অনুষ্ঠিত হয়েছে। পপাঁচবিবি পৌর এলাকার সকল কেন্দ্র প্রধানদের অংশগ্রহণে আয়োজিত এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কার্যক্রম জোরদার করা এবং তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের আরও উজ্জীবিত করার লক্ষ্যে বিভিন্ন দিক-নির্দেশনা প্রদান করা হয়।
বৈঠকে সভাপতিত্ব করেন পাঁচবিবি পৌর জামায়াতের আমীর আবুল বাশার এবং সঞ্চালনায় ছিলেন পৌর সেক্রেটারি গোলাম রব্বানী এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার অন্যতম সদস্য, জয়পুরহাট জেলা জামায়াতের আমীর এবং জয়পুরহাট-১ আসনের আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ডা. ফজলুর রহমান সাঈদ।
তিনি তাঁর বক্তব্যে বলেন, এই নির্বাচন শুধুমাত্র একটি রাজনৈতিক প্রক্রিয়া নয়, বরং এটি দেশের ভবিষ্যৎ, ইসলামি মূল্যবোধ ও জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই প্রত্যেকটি নেতা-কর্মীকে দৃঢ় মনোবল ও আত্মত্যাগের মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে হবে। আমরা যদি তৃণমূল থেকে ঐক্যবদ্ধভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ জনগণের আস্থা অর্জন করতে পারব এবং বিজয় অর্জন সম্ভব হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাঁচবিবি উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের সাবেক সফল চেয়ারম্যান মাওলানা আবুল বাশার।
তিনি বলেন,জনগণের ভালোবাসা ও বিশ্বাস অর্জনের জন্য আমাদেরকে আরো বেশি সেবা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। জামায়াতের আদর্শের প্রতি অবিচল থেকে জনকল্যাণে নিবেদিত হতে হবে।
বৈঠকে নেতৃবৃন্দ সাংগঠনিক বিষয়াদি ছাড়াও স্থানীয় রাজনৈতিক প্রেক্ষাপট, সংগঠনের কৌশল এবং গণসংযোগ কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন