August 2, 2025, 6:59 pm

জবি ক্যাফেটেরিয়া সংকট নিরসনে দ্রুত ফুডকার্ট চালু দাবিতে উপাচার্য বরাবর আপ বাংলাদেশের স্মারকলিপি প্রদান

জবি প্রতিনিধি:

জবি ক্যাফেটেরিয়া সংকট নিরসনে দ্রুত ফুডকার্ট চালু দাবিতে উপাচার্য বরাবর আপ বাংলাদেশের স্মারকলিপি প্রদান

জবি প্রতিনিধি:
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) প্রধান ক্যাফেটেরিয়ায় খাবারের মান, মূল্য ও পর্যাপ্ততা ঘিরে চলমান সংকট নিরসনে দ্রুত দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালুর দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি দিয়েছে ইউনাইটেড পিপলস বাংলাদেশ, জবি শাখা।
৩০ জুলাই ২০২৫, সোমবার সংগঠনের পক্ষ থেকে ইউপিপি জবি শাখার সমন্বয়ক তাওহিদুল ইসলাম স্বাক্ষরিত স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দীর্ঘদিন ধরে প্রধান ক্যাফেটেরিয়ায় আসন স্বল্পতা, খাবারের নিম্নমান ও চড়া দামের কারণে শিক্ষার্থীদের ভোগান্তি চরমে পৌঁছেছে। ফলে শিক্ষার্থীরা ন্যূনতম খাওয়ার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছেন।
স্মারকলিপিতে আরও বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইতোমধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া নির্মাণ করেছে, তবে সেটি এখনো চালু না হওয়ায় সমস্যার সমাধান হচ্ছে না। তাই দ্রুততম সময়ের মধ্যে দ্বিতীয় ক্যাফেটেরিয়া চালু করার আহ্বান জানায় ইউপিপি বাংলাদেশ , জবি শাখা।

ইউনাইটেড পিপলস বাংলাদেশের জবি শাখার সংগঠক তাওহিদুল ইসলাম বলেন,”দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের খাবার সংক্রান্ত সমস্যা চলছে। প্রশাসনের পক্ষ থেকে দ্বিতীয় ক্যাফেটেরিয়ার অবকাঠামো নির্মাণ করা হলেও অদৃশ্য কারণে এটি এখনও চালু হয়নি।এটি দ্রুত চালু না হলে শিক্ষার্থীদের কষ্ট আরও বাড়বে।তাই অতি দ্রুত ২য় ক্যাফেটেরিয়া চালু করতে হবে।”

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন