August 2, 2025, 9:52 pm

ভবানীপুর গ্রামে কৃষি উৎপাদন বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত

Reporter Name

ভবানীপুর গ্রামে কৃষি উৎপাদন বাড়াতে উঠান বৈঠক অনুষ্ঠিত

অনিক চৌধুরী :মুরাদনগর, কুমিল্লা |
মুরাদনগর উপজেলার ভবানীপুর গ্রামে কৃষি বিষয়ক সমসাময়িক সমস্যা ও সম্ভাবনা নিয়ে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ভবানীপুর গ্রামের কৃষকদের অংশগ্রহণে এই বৈঠকের আয়োজন করে মুরাদনগর উপজেলা কৃষি অফিস।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা কৃষি কর্মকর্তা। তিনি বলেন, “বর্তমান সময়ে কৃষির আধুনিক প্রযুক্তি ও সঠিক পরিচর্যার মাধ্যমে উৎপাদন অনেকাংশে বাড়ানো সম্ভব। সঠিক সময়ে সার, বীজ ও কীটনাশকের ব্যবহার কৃষকদের আয় বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখে।”

বৈঠকে স্থানীয় কৃষকেরা তাদের কৃষি-সংক্রান্ত বিভিন্ন সমস্যা তুলে ধরেন, যেমন:
• অনিয়মিত বৃষ্টিপাতের কারণে ফসল নষ্ট হওয়া
• সারের মূল্যবৃদ্ধি
• সঠিক পরামর্শের অভাব
• আধুনিক যন্ত্রপাতির অপ্রতুলতা

কৃষি অফিসার এসব সমস্যার সমাধানে সরকারিভাবে চলমান বিভিন্ন প্রকল্প, ভর্তুকি প্রাপ্ত বীজ ও সার বিতরণ, প্রশিক্ষণ কর্মসূচি এবং কৃষি সম্প্রসারণ সেবার কথা তুলে ধরেন। তিনি কৃষকদের উৎসাহ দেন যাতে তারা দলবদ্ধভাবে কাজ করেন এবং ইউনিয়ন কৃষি অফিসের সাথে নিয়মিত যোগাযোগ রাখেন।

এছাড়া বৈঠকে নতুন ধরণের ফসল চাষ, পুষ্টি বাগান স্থাপন ও জৈব চাষ পদ্ধতি নিয়েও আলোচনা করা হয়।

উঠান বৈঠকে স্থানীয় জনপ্রতিনিধি, কৃষি সম্প্রসারণ কর্মী ও প্রায় ৫০ জন কৃষক অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা বৈঠক শেষে সন্তোষ প্রকাশ করেন এবং নিয়মিতভাবে এ ধরনের বৈঠকের আয়োজনের আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন