রাজবাড়ী প্রতিনিধি: রাজবাড়ীর বালিয়াকান্দিতে বাবা মামলা করায় অভিমান করে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন ছেলে রাকিবুল হাসান (২৩)।
আজ বৃহস্পতিবার সকালে বালিয়াকান্দি সদর ইউনিয়নের শালকী গ্রামে রাকিবুল তার নিজের শ্বশুরবাড়িতে ঘরে আড়ার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।
রাকিবুল বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের মধুপুর গ্রামের ফজলু মন্ডলের ছেলে।
পুলিশ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে রাকিবুল হাসানের সঙ্গে তার বাবার সম্পর্ক ভালো ছিল না। এ কারণেই বাবার সঙ্গে রাগারাগি করে মধুপুর গ্রামের বাড়ী থেকে তার শ্বশুরবাড়ি শালকী গ্রামে গিয়ে স্বামী-স্ত্রী বসবাস করে আসছিল। এতে ক্ষিপ্ত হয়ে রাকিবুল হাসানের বাবা ফজলু মন্ডল বাদী হয়ে গত ২৯ জুন রাজবাড়ী আদালতে মামলা দায়ের করেন।
মামলা দায়ের করার পর থেকে রাকিবুল এবং তার বাবার মধ্যে সম্পর্ক দূরত্ব আরও বাড়তে থাকে। আজ সকালে লোকজন ঘরের মধ্যে আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে চিৎকার করে। পরে স্থানীয় লোকজন এগিয়ে এসে উদ্ধার করে তাকে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে পুলিশকে জানানো হলে বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) এবিএম সিদ্দিক সুরতহাল রিপোর্ট তৈরি করেন। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠানো হয়।
বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, ‘এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।’