January 16, 2026, 12:57 pm
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

রাজশাহীতে দূর্নীতি প্রতিরোধমূলক বির্তক প্রতিযোগিতা

মো: গোলাম কিবরিয়া, রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে দূর্নীতি প্রতিরোধমূলক বির্তক প্রতিযোগিতা

মো: গোলাম কিবরিয়া,

রাজশাহী জেলা প্রতিনিধি:

 

রাজশাহীর বাগমারায় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুস সামাদ এর সভাপতিত্বে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

“দুর্নীতি প্রতিরোধে পরিবারের ভূমিকাই মুখ্য’ বিষয়ের উপরে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পক্ষে এবং বিপক্ষে অংশ নেন মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। নানা যুক্তি তর্কের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হয় দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা। প্রতিযোগিতায় ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় প্রথম স্থান অর্জন করে এবং দ্বিতীয় স্থান অর্জন করে চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়।

 

প্রতিযোগিতায় উপজেলার ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। চারটি গ্রুপে অনুষ্ঠিত হয় বিতর্ক প্রতিযোগিতাটি। বিদ্যালয় গুলোর মধ্যে হাট গাঙ্গোপাড়া উচ্চ বিদ্যালয়, মচমইল বহুমুখী উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, ভবানীগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, চাঁনপাড়া আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়, বড় বিহানালী উচ্চ বিদ্যালয়, সাঁকোয়া উচ্চ বিদ্যালয় এবং কাচারি কোয়ালীপাড়া উচ্চ বিদ্যালয়।

বিতর্ক শুরুর আগে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল ইসলাম।

বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন উপজেলা একাডেমি সুপারভাইজার ড. মুহাম্মদ আব্দুল মুমীত।

বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ভবানীগঞ্জ সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক আব্দুল মতিন, প্রভাষক মামুনুর রশিদ মামুন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক রেজাউল করিম, ভানসীপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক গোলাম মোস্তফা আরও অনেকে ।

বাগমারা উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি উক্ত অনুষ্ঠানের আয়োজন করে। এর আগে দুর্নীতি বিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন