January 13, 2026, 11:32 am
শিরোনামঃ
কুড়িগ্রামে তারেক রহমানের জন্মদিনে ৪ সহস্রাধিক মানুষকে ফ্রী চিকিৎসাসেবা ও খাবার বিতরণ  কুড়িগ্রামে নবাগত জেলা প্রশাসকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত অনিয়ম-দূর্নীতিমুক্ত ক্যাম্পাস সহ প্রিন্সিপালের পদত্যাগের দাবীতে কুড়িগ্রাম টিএসসি’র শিক্ষার্থীদের বিক্ষোভ ভাইরাল প্রতিবেদনের পর সাড়া: নাজনীনকে চিকিৎসার দায়িত্বে তারেক রহমান জয়পুরহাট সদর হাসপাতালে চিকিৎসক সংকট বৈশ্বিক জলবায়ু আন্দোলনের অংশ হিসেবে বেতাগীতে গ্রিন পিসের মানববন্ধন ও সমাবেশ কুড়িগ্রামে মালিকানা জমি খাস-খতিয়ানে রেকর্ড করে ইজারাদার দিয়ে মাছ চাষ করার প্রতিবাদে মানববন্ধন রাজবাড়ীতে মানবিক সংগঠনের উদ্যোগে কম্বল, হুইল চেয়ার, গবাদিপশু বিতরণ ও সোলার লাইট স্থাপন কুড়িগ্রাম-৪ আসন: বিএনপির মনোনয়নের দাবিতে বঞ্চিত প্রার্থী মমতাজের কর্মী-সমর্থকদের বিক্ষোভ মিছিল ও সমাবেশ পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন

৬ দফা দাবিতে নরসিংদীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

নাজমুল হাসান ( নরসিংদী)

৬ দফা দাবিতে নরসিংদীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন

নাজমুল হাসান ( নরসিংদী)
শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা জাতীয় শিক্ষক ফোরাম। আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মদ ওয়ালী খান। তিনি বলেন, “একই সিলেবাস পড়িয়েও সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য বিদ্যমান। এখনো শিক্ষকরা অবসর ও কল্যাণ ভাতা, বাড়িভাড়া, বদলিসহ ন্যায্য সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।”

তিনি প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, কওমি সনদধারীদের জন্য সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান।

ছয় দফা দাবিগুলো হলো—
১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণ
২. শিক্ষক বদলিতে জটিলতা দূর করে নিঃশর্ত বদলির ব্যবস্থা
৩. অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান
৪. বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ
৫. ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা
৬. কওমি সনদধারীদের সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন

মানববন্ধন সঞ্চালনা করেন জেলা শিক্ষক ফোরামের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারি ও বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমীর আলী, মনোহরদী কারিগরি বাণিজ্য কলেজের সহকারী শিক্ষক ও থানা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, মনোহরদী থানা সভাপতি মনিরুজ্জামান বিএসসি, রাতকানা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মো. আরিফ, মূতিউল্লাহ ভুইয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ।

বক্তারা অবিলম্বে শিক্ষকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন