৬ দফা দাবিতে নরসিংদীতে জাতীয় শিক্ষক ফোরামের মানববন্ধন
নাজমুল হাসান ( নরসিংদী)
শিক্ষাব্যবস্থার জাতীয়করণসহ ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে মানববন্ধন কর্মসূচি পালন করেছে নরসিংদী জেলা জাতীয় শিক্ষক ফোরাম। আজ শনিবার (২ আগস্ট) বেলা ১১টায় নরসিংদী প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সভাপতিত্ব করেন জেলা শিক্ষক ফোরামের সভাপতি মুহাম্মদ ওয়ালী খান। তিনি বলেন, “একই সিলেবাস পড়িয়েও সরকারি-বেসরকারি শিক্ষকদের মধ্যে বৈষম্য বিদ্যমান। এখনো শিক্ষকরা অবসর ও কল্যাণ ভাতা, বাড়িভাড়া, বদলিসহ ন্যায্য সুযোগ-সুবিধার জন্য আন্দোলন করছেন, যা অত্যন্ত দুঃখজনক।”
তিনি প্রাথমিক পর্যায়ের বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডারগার্টেনের শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতকরণ, শিক্ষার সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে বাধ্যতামূলক করা, কওমি সনদধারীদের জন্য সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠনের জোর দাবি জানান।
ছয় দফা দাবিগুলো হলো—
১. শিক্ষাব্যবস্থা জাতীয়করণ
২. শিক্ষক বদলিতে জটিলতা দূর করে নিঃশর্ত বদলির ব্যবস্থা
৩. অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান
৪. বৃত্তি পরীক্ষায় বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিতকরণ
৫. ধর্মশিক্ষার অন্তর্ভুক্তি বাধ্যতামূলক করা
৬. কওমি সনদধারীদের সরকারি চাকরির সুযোগ এবং শিক্ষা সংস্কার কমিশন গঠন
মানববন্ধন সঞ্চালনা করেন জেলা শিক্ষক ফোরামের সেক্রেটারি মুহাম্মাদ আরিফুল ইসলাম। এ সময় আরও বক্তব্য রাখেন জেলা জয়েন্ট সেক্রেটারি ও বাগহাটা নূর আফতাব আদর্শ বিদ্যাপীঠের সিনিয়র শিক্ষক মুহাম্মদ আমীর আলী, মনোহরদী কারিগরি বাণিজ্য কলেজের সহকারী শিক্ষক ও থানা সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামাল হোসেন, মনোহরদী থানা সভাপতি মনিরুজ্জামান বিএসসি, রাতকানা দাখিল মাদ্রাসার সহকারী ইংরেজি শিক্ষক মো. আরিফ, মূতিউল্লাহ ভুইয়া উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলতাফ হোসেন প্রমুখ।
বক্তারা অবিলম্বে শিক্ষকদের দাবি বাস্তবায়নের আহ্বান জানান এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করেন।