কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত
কুড়িগ্রাম প্রতিনিধি,
কুড়িগ্রামে “জুলাই গণঅভ্যুত্থান দিবস” ২০২৫ উদযাপন উপলক্ষে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৪ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে সদর উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে এ আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক নুসরাত সুলতানা।
ইসলামিক ফাউণ্ডেশন, কুড়িগ্রাম এর আয়োজনে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন এর উপপরিচালক আব্দুর রাজ্জাক রনি।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক বি. এম কুদরত-এ-খুদা। এছাড়াও জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক ডেন্টিস্ট মোঃ ফজলুল হক ও আলোচক ইসলামপুর বহুমুখী ফাজিল মাদরাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আব্দুল গণি মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য রাখেন, আবদুল্লাহ আল কাফি, ফিল্ড অফিসার, ইসলামিক ফাউন্ডেশন কুড়িগ্রাম।
অনুষ্ঠানে “জুলাই গণঅভ্যুত্থান নিয়ে আলোচনা ও অভ্যুত্থানে নিহত সকল শহীদের রুহের মাগফিরাত ও আহত যোদ্ধাদের সুস্থতা কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন মাস্টার ট্রেইনার মশিউর রহমান।
এতে ইসলামিক ফাউণ্ডেশন কুড়িগ্রাম এর অন্তত দুই শতাধিক আলেম ওলামা প্রতিনিধি উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, শহীদের আত্মার মাগফিরাত ও আহতদের সুস্হতা কামনায় জেলার সকল উপজেলা মডেল মসজিদে কুরআন খতম ও দোয়া কার্যক্রম চলমান আছে। এছাড়াও আগামীকাল বাদ যোহর জেলার সকল মসজিদে ও গনশিক্ষা কেন্দ্রে দোয়া অনুষ্ঠিত হবে।