জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে বরগুনায় জামায়াতের গণ-মিছিল
মো সৌরব বেতাগী বরগুনা:-
ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’-এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার উদ্যোগে বর্ণাঢ্য ও শান্তিপূর্ণ গণ-মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) সকাল ১১টায় বরগুনা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ গণ-মিছিল বের করা হয়। এতে জামায়াতে ইসলামী’র জেলা ও থানা পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতা-কর্মী এবং সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
জানা যায়, গণ-মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণজাগরণে শহীদদের আত্মত্যাগকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।এই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের জনগণ যে বিজয় অর্জন করেছিল, তা জাতীয় ইতিহাসে এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। এ দিবস পালনের মধ্য দিয়ে দেশের জনগণের চেতনায় গণতন্ত্র, ইনসাফ এবং সামাজিক ন্যায়বিচারের মূল মূল্যবোধকে জাগ্রত রাখার আহ্বান জানানো হয়েছে।
জামায়াতে ইসলামী বরগুনা জেলা শাখার আমীর মাওলানা মো. মহিব্বুল্লাহ হারুন বলেন, “জুলাই মাসের এই ঐতিহাসিক গণ-অভ্যুত্থান ছিল ইনসাফভিত্তিক, গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার পথে এক গুরুত্বপূর্ণ মাইলফলক। শহীদদের রক্তের ঋণ শোধ করতে হলে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই লক্ষ্যে কাজ করে যেতে হবে।”