—
উপজেলা প্রশাসন মুরাদনগরের উদ্যোগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও মোনাজাত
মুরাদনগর, কুমিল্লা – ২০২৪ সালের ঐতিহাসিক বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত অনুষ্ঠিত হয়েছে উপজেলা প্রশাসন মুরাদনগরের আয়োজনে।
আজ মঙ্গলবার সকালে শহীদদের কবরস্থানে এ শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান। তাঁর নেতৃত্বে সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাসান খান, মুরাদনগর থানার অফিসার ইনচার্জ মোঃ জাহিদুর রহমান, উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও ছাত্রসমাজ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানের শুরুতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। এরপর তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয় ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবদুর রহমান বলেন, “এই শহীদরা বৈষম্যের বিরুদ্ধে সংগ্রামে নিজেদের জীবন উৎসর্গ করেছেন। তাঁদের আত্মত্যাগ আমাদের নতুন প্রজন্মের জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।”
এই আয়োজনের মাধ্যমে জাতির ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের প্রতি শ্রদ্ধা জানানো হলো এবং বৈষম্যহীন সমাজ গঠনের অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হলো।
—