August 7, 2025, 8:02 am

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী পবিস প্রশিক্ষণে

মাসুদ রেজা শিশির

রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী পবিস প্রশিক্ষণে

মাসুদ রেজা শিশির,

: রাজবাড়ীর কালুখালি উপজেলার শাওরাইল ইউনিয়নের পাতুরিয়া গ্রামে অবস্থিত রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ২৭ শিক্ষার্থী মাস ব্যাপী রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির অধিনে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছে। বুধবার রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির তৃতীয় তলায় সম্মেলন কক্ষে মাসব্যাপী পবিস বিতরণ ব্যবস্থার সহিদ পরিচিতি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এ কর্মসূচীর উদ্বোধন করেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার প্রকৌশলী গোলাম আহম্মদ। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের ব্যাবস্থাপক আবু সোলায়মানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রাজবাড়ী পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম (কারিগরি ) ইঞ্জিনিয়ার মো: হাসানুল বান্না, ফাউন্ডেশের সদস্য ডা: গোলাম নবী। বিশেষ অতিথির বক্তব্যে হাসানুল বান্না বলেন প্রত্যন্ত গ্রামের মধ্যে রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনটি সত্যি গর্ব করার মতন, এমন প্রতিষ্ঠান এ জেলায় নয় আমার মনে হয় দেশের মধ্যে অনন্য একটি প্রতিষ্ঠান, এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা হাতে কলমে প্রকৃত কারিগরি শিক্ষায় গড়ে উঠছে। আমাদের পল্লী বিদ্যুৎ সমিতির মাধ্যমে তারা আরো বেশি সমৃদ্ধ হবে বলে আমি মনে করি। রহমাতুননেছা শিক্ষা উন্নয়ন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মোঃ জাহিদুল ইসলাম একজন মহৎ ব্যাক্তি, তিনি এলাকার উন্নয়নে কাজ করছেন । শিক্ষার পাশাপাশি ফাউন্ডেশনটি কর্মসংস্থানের জন্যও কাজ করে যাচ্ছে। তাছাড়া বিভিন্ন সময় এলাকার দরিদ্র জনগোষ্টীর মধ্যে খাদ্য সামগ্রী, শিক্ষা উপকরণ বিতরন, শিক্ষা বৃত্তি নিয়মিত দিয়ে আসছেন। আগামীতে একটা মা ও শিশু হাসপাতাল, স্কুল করার পরিকল্পনা নিয়ে কাজ করছেন প্রতিষ্ঠাতা সভাপতি জাহিদুল ইসলাম বলে জানান ব্যবস্থাপক আবু সোলায়মান। খোজ নিয়ে জানাগেছে পল্লী বিদ্যুৎ সমিতির পাশেই ২৭ শিক্ষার্থীর থাকা ও খাওয়ার সুন্দর ব্যবস্থা রাখা হয়েছে ফাউন্ডেশনের পক্ষ থেকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন