আসন্ন এশিয়া কাপের জন্য বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি।
২০২৫ এশিয়া কাপের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। একই দল নিয়ে নিজেদের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে খেলবে টি-টোয়েন্টি সিরিজ। দলে সুযোগ পেয়েছেন নুরুল হাসান সোহান, মোহাম্মদ সাইফউদ্দিন ও সাইফ হাসান। বাদ পড়েছেন মেহেদী হাসান মিরাজ ও সৌম্য সরকার।
সোহান সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ অস্ট্রেলিয়া বিশ্বকাপে। সাইফ ২০২৩ সালে পাকিস্তানের বিপক্ষে হাংঝুতে এশিয়ান গেমসে খেলেছিলেন।
মূল দল না থাকলেও শুধু এশিয়া কাপ স্ট্যান্ডবাই হিসেবে আছেন- সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ। মিরাজ সবশেষ পাকিস্তান সিরিজের দলেও ছিলেন। সৌম্য খেলেছেন গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে।
আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। তজর আগে ৩০ আগস্ট থেকে সিলেটে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। ১ ও ৩ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ।
এশিয়া কাপে বাংলাদেশের স্কোয়াড— লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শামীম হোসে পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন।
স্ট্যান্ডবাই (এশিয়া কাপ)— সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।