‘সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন’ স্লোগানে শৈলকুপায় ছাত্র শিবিরের ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন
এ.এস আব্দুস সামাদ, ঝিনাইদহ বিশেষ প্রতিনিধিঃ
তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করে শারীরিক ও মানসিকভাবে বিকশিত করার লক্ষ্যে ঝিনাইদহের শৈলকুপায় শুরু হয়েছে আন্তঃইউনিয়ন ফুটবল টুর্নামেন্ট। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, শৈলকুপা উপজেলা শাখার উদ্যোগে “সুস্থ দেহ সুন্দর মন, দ্বীন কায়েমের আন্দোলন” এই স্লোগানকে সামনে রেখে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
আজ (সোমবার) বিকেলে শৈলকুপা সরকারি ডিগ্রী কলেজ মাঠে এক উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী শৈলকূপা উপজেলা শাখার আমির ও ঝিনাইদহ-১ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক এএসএম মতিউর রহমান।
উদ্বোধনী বক্তব্যে অধ্যাপক মতিউর রহমান বলেন, “খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে অপরিহার্য ভূমিকা রাখে। একটি সুস্থ ও সুন্দর মনের অধিকারী তরুণরাই একটি আদর্শ সমাজ ও রাষ্ট্র গঠনে নেতৃত্ব দিতে পারে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও সকল ধরনের অনৈতিক কার্যকলাপ থেকে দূরে রাখতে পড়াশোনার পাশাপাশি খেলাধুলার কোনো বিকল্প নেই।”
তিনি আরও বলেন, “ছাত্রশিবির ছাত্রদের মেধা ও মননের বিকাশে সবসময়ই সৃজনশীল ভূমিকা পালন করে আসছে। এই টুর্নামেন্ট তারই একটি অংশ। আমি আশা করি, এই আয়োজনের মাধ্যমে তরুণদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।”
উদ্বোধনী অনুষ্ঠানে শৈলকুপার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত খেলোয়াড়, ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ক্রীড়ামোদী দর্শকরা উপস্থিত ছিলেন। এ সময় মাঠজুড়ে এক আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
আয়োজকরা জানান, এই টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন ইউনিয়নের একাধিক দল অংশগ্রহণ করছে এবং পর্যায়ক্রমে নকআউট পদ্ধতিতে খেলাগুলো অনুষ্ঠিত হবে। এই আয়োজনকে ঘিরে স্থানীয় তরুণদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।