September 4, 2025, 12:01 pm

নেদারল্যান্ডসকে আরেকবার উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

ডেস্ক

নেদারল্যান্ডসকে আরেকবার উড়িয়ে সিরিজ জিতল বাংলাদেশ

 

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টির মতো দ্বিতীয় ম্যাচেও সহজ জয় তুলে নিয়েছে বাংলাদেশ। ১০৪ রানের ছোট্ট লক্ষ্য তাড়া করতে নেমে ১৩তম ওভারের শুরুতেই জয় নিশ্চিত করে টাইগাররা। ফলে তিন ম্যাচের সিরিজে দুই ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল লিটন দাসের দল।

 

এর আগে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে নেদারল্যান্ডস মাত্র ১০৩ রানে গুটিয়ে যায়। শুরু থেকেই বাংলাদেশি বোলারদের নিয়ন্ত্রিত আক্রমণে বিপর্যস্ত ছিল অতিথিরা। নাসুম আহমেদ ৩ উইকেট, মোস্তাফিজুর রহমান ও তাসকিন আহমেদ ২টি করে উইকেট শিকার করেন। এছাড়া তানজিম হাসান সাকিব ও মেহেদি হাসান একটি করে উইকেট নেন। ডাচদের পক্ষে সর্বোচ্চ ৩০ রান আসে আরিয়ান দত্তের ব্যাট থেকে।

 

জবাবে ওপেনার পারভেজ হোসেন ইমন দ্রুত ২৩ রান করে ফিরলেও অপরপ্রান্তে স্থির ছিলেন তানজিদ হাসান। তিনি ৪০ বলে ৫৪ রানের দারুণ ইনিংস খেলেন। অধিনায়ক লিটন দাস ছিলেন অপরাজিত ১৮ রানে। দুই ওপেনারের জুটি ভাঙার পর আর কোনো বিপদ হয়নি বাংলাদেশের। ১৩.১ ওভারেই ১০৪ রানের লক্ষ্য ছুঁয়ে ফেলে টাইগাররা।

 

এই জয়ের ফলে সিরিজ নিশ্চিতের পাশাপাশি কিছুদিন পর শুরু হওয়া এশিয়া কাপের আগে আত্মবিশ্বাসও শক্ত করলো টাইগাররা। ব্যাটে-বলে দারুণ দলীয় পারফরম্যান্সই ছিল এই সাফল্যের মূল চাবিকাঠি।

 

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ১০৩ (১৭.৩ ওভার) — নাসুম ৩/২১, মুস্তাফিজ ২/১৮, তাসকিন ২/২২

বাংলাদেশ: ১০৪/১ (১৩.১ ওভার) — তানজিদ ৫৪*, ইমন ২৩


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন