রোববার আকাশে দেখা গেছে উজ্জ্বল পূর্ণিমার চাঁদ। কয়েক ঘণ্টার ব্যবধানে সেই পূর্ণিমার চাঁদ ঢেকে যাবে বিরল জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনার পরতে। প্রথমে লাগবে উপচ্ছায়া গ্রহণ, এরপরই শুরু হবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ।
জ্যোতির্বিদদের মতে, উপচ্ছায়া গ্রহণের সময় সূর্য, পৃথিবী ও চাঁদ সরলরেখায় থাকে না। এ অবস্থায় পৃথিবীর ছায়া সরাসরি চাঁদের ওপর না পড়ে তির্যকভাবে পড়ে। এর ফলে চাঁদের গায়ে সূক্ষ্ম এক ম্লান ভাব তৈরি হয়, যা খালি চোখে স্পষ্টভাবে বোঝা কঠিন। ইংরেজিতে একে বলা হয় Penumbral Eclipse বা উপচ্ছায়া গ্রহণ।
পূর্ণ ও আংশিক গ্রহণের তুলনায় উপচ্ছায়া গ্রহণ সম্পূর্ণ আলাদা, কারণ এটি পৃথিবীর মূল ছায়ার মধ্যে ঘটে না। তবে এই পর্যায় পেরিয়ে চাঁদ ঢুকবে পূর্ণগ্রাস গ্রহণের ছায়ায়।
ভাদ্রী পূর্ণিমা শুরু: শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১টা ৩৬ মিনিট
ভাদ্রী পূর্ণিমা শেষ: রোববার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা ২৬ মিনিট
চাঁদ উদয়: রোববার সন্ধ্যা ৬টা ৬ মিনিট
উপচ্ছায়া গ্রহণ শুরু: রাত ৮টা ৫৭ মিনিট
চন্দ্রগ্রহণ শুরু: রাত ৯টা ২৭ মিনিট
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শুরু: রাত ১১টা ৩০ মিনিট
পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ শেষ: রাত ১টা ৩০ মিনিট
উপচ্ছায়া গ্রহণ শেষ: ভোর ২টা ৫৭ মিনিট
খগোলবিদরা বলছেন, এমন দৃশ্য আকাশপ্রেমীদের জন্য এক অসাধারণ অভিজ্ঞতা। তবে উপচ্ছায়া গ্রহণ খালি চোখে ধরা কঠিন হলেও পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্পষ্টভাবে দেখা যাবে।