October 30, 2025, 11:44 pm
শিরোনামঃ
পুরান ঢাকায় জবি ছাত্রদলের  আহবায়ক সদস্য খুন তরুণদের কণ্ঠে জলবায়ু বার্তা: ‘ভয়েস অফ ক্লাইমেট’ ফ্ল্যাশমবে স্থানীয় দাবি বিশ্ব মঞ্চে কুড়িগ্রামে বিশ্ব বসতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে জামায়াত নেতা আশরাফুল ইসলামের ইন্তেকাল — জেলা জামায়াতের শোক প্রকাশ রাবি শিক্ষকদের নিয়ে অশ্লীল মন্তব্য হিন্দুদের বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট চালিয়েছে আ.লীগ- ড. মঈন খাঁন রাজবাড়ীর বালিয়াকান্দিতে সা’পের কামড়ে কিশোরের মৃ’ত্যু “এনসিপিতে চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দূর্নীতিবাজ কোন নেতা কর্মী নেই” — রাজু আহমেদ পলাশে নিখোঁজের পরদিন প্রবাসীর মরদেহ মিলল রেল লাইনের পাশে শৈলকুপার কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের ঘটনায় ন্যায় বিচার চেয়ে প্রধান শিক্ষকের পরিবারের সংবাদ সম্মেলন

ব্রাডমানের রেকর্ড ভাঙা হলো না গিলের

স্পোর্টস ডেস্ক

ভারতের তরুণ অধিনায়ক শুভমান গিল প্রায় ছুঁয়েই ফেলেছিলেন তার দেশেরই কিংবদন্তি সুনীল গাভাস্কারের এক ঐতিহাসিক রেকর্ড। তবে মাত্র ২০ রানের জন্য থেকে গেল আফসোস। ইংল্যান্ডের মাটিতে শেষ টেস্টে ৭৫৪ রান করে গাভাস্কারের ৭৭৪ রানের রেকর্ড ছুঁতে পারেননি গিল। আর ডন ব্র্যাডম্যানের অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ ৮১০ রানের রেকর্ডও অক্ষতই থাকল।

তবে রেকর্ড না ভাঙলেও, গিল এবার যে ইতিহাস গড়েছেন তা সমসাময়িক ক্রিকেটে বিরল। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজে ৮৩.৭৮ গড় ধরে চারটি শতক হাঁকিয়ে সিরিজ শেষ করেছেন ৭৫৪ রানে। এর মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে ৬০০০ রানের মাইলফলক স্পর্শ করেন ২৫ বছর বয়সী এই ব্যাটার।

এক নজরে গিলের কীর্তি:

  • সিরিজে রান: ৭৫৪ (গড় ৮৩.৭৮)
  • শতক: ৪টি (অধিনায়ক হিসেবে অভিষেক সিরিজে প্রথম এমন কীর্তি)
  • আন্তর্জাতিক ক্যারিয়ার রান: ৬০০০ (১৮ সেঞ্চুরি, ২৫ হাফসেঞ্চুরি)
  • সর্বোচ্চ ইনিংস: ২৬৯
  • বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে রোহিত শর্মার সঙ্গে যুগ্মভাবে সর্বোচ্চ ৯ শতক

ভারতীয় অধিনায়ক হিসেবে এক সিরিজে সর্বোচ্চ রান:

  • শুবমান গিল – ৭৫৪ (২০২৫, ইংল্যান্ডে)
  • সুনীল গাভাস্কার – ৭৩২ (১৯৭৮/৭৯, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে)
  • বিরাট কোহলি – ৬৯২ (২০১৪/১৫, অস্ট্রেলিয়ায়)

চতুর্থ টেস্টে ওল্ড ট্র্যাফোর্ডে গিলের ১০৩ রানের ইনিংস ছিল সিরিজের মোড় ঘোরানো মুহূর্ত। কঠিন কন্ডিশনে এই ইনিংসেই ইংল্যান্ডের উপর ছড়ি ঘোরাতে শুরু করে ভারত। এই মাঠে ১৯৯০ সালের পর (শচীন টেন্ডুলকার ১১৯) আর কোনো ভারতীয়ের সেঞ্চুরি ছিল না।

অধিনায়ক হিসেবে টেস্ট অভিষেক সিরিজেই ৪ শতক হাঁকানো প্রথম ক্রিকেটার গিল। এর আগে কেবল ডন ব্র্যাডম্যান ও সুনীল গাভাস্কারই এক সিরিজে ৪ শতক করেছিলেন। গিলের এই পারফরম্যান্স তাকে নিয়ে গেছে ক্রিকেট ইতিহাসের সোনালি পাতায়।

রেকর্ড ভাঙা হয়নি—তাতে কী? এই গ্রীষ্মে শুবমান গিল যে ইতিহাস গড়লেন, তাতে নিশ্চিতভাবেই তিনি এখন ভারতের ‘নতুন পোস্টার বয়’।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


ফেসবুকে আমাদের সাথেই থাকুন