সারা বাংলাদেশ

পাবনা-১ আসনে নিজামীপুত্র নাজিবুরকে প্রার্থী করার সিদ্ধান্ত জামায়াতের

আগামী জাতীয় নির্বাচনে পাবনা-১ (সাঁথিয়া-বেড়ার একাংশ) আসনে জামায়াতে ইসলামীর
প্রার্থী হিসেবে দলের সাবেক আমির ও সাবেক মন্ত্রী মাওলানা মতিউর রহমান নিজামীর 
ছেলে নাজিবুর রহমান ওরফে মোমেনের নাম ঘোষণা করা হয়েছে। আজ বুধবার সকালে
 সাঁথিয়া উপজেলা জামায়াতের কার্যালয়ে এক বিশেষ সভায় তাঁর নাম ঘোষণা করেন 
কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

নাম ঘোষণার পর রফিকুল ইসলাম খান বলেন, ‘শহীদ মাওলানা মতিউর রহমান নিজামীর সাহাদাতের পর এখানে আমাদের দলের প্রার্থী নাজিমুর রহমান মোমেনই ছিলেন; কিন্তু ফ্যাসিস্ট শেখ হাসিনার সরকারের জুলুম–নির্যাতনের কারণে মতিউর রহমান নিজামীর পরিবারের কোনো সদস্য দেশে থাকতে পারেননি। তাই বিগত নির্বাচনে জামায়াত বেড়া উপজেলা জামায়াতের সাবেক আমির আবদুল বাসেদ খানকে প্রার্থী করা হয়েছিল। আবারও আমরা বিজয় নিশ্চিত করতে ব্যারিস্টার নাজিমুর রহমান মোমেনকে প্রার্থী করলাম।’

রফিকুল ইসলাম আরও বলেন, ‘আমাদের দলের প্রার্থী হওয়া বা প্রার্থী করা কোনোটাই প্রার্থীর সঙ্গে সম্পৃক্ত নয়, সবকিছুই দলের সঙ্গে সম্পর্কিত। সারা দেশের জামায়াতে ইসলামীর প্রার্থী ঘোষণা করা হলেও দলের ঘাঁটি হিসেবে পরিচিত পাবনা-১ আসনের প্রার্থী নিয়ে ধোঁয়াশা ছিল। এই নাম ঘোষণার মধ্য দিয়ে সেই ধোঁয়াশা পরিষ্কার হলো।’

নাজিবুর রহমান মাওলানা মতিউর রহমান নিজামীর দ্বিতীয় পুত্র। তিনি লন্ডন থেকে ব্যারিস্টার ডিগ্রি অর্জনের পর ২০১০ সালে ঢাকা জজ আদালতে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৩ সালে তিনি হাইকোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। ২০১৬ সালের ১০ মে মধ্যরাতে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে মাওলানা মতিউর রহমান নিজামীর ফাঁসি কার্যকরের পর তিনি লন্ডনে চলে যান। গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন হলে দেশে ফেরেন।

মাওলানা মতিউর রহমানের ছয় সন্তান। বড় ছেলে নাকিবুর রহমান যুক্তরাষ্ট্রের একটি ইউনিভার্সিটির অধ্যাপক। দ্বিতীয় সন্তান নাজিবুর রহমানের যমজ আরেক ভাই নাঈম খালেদ যুক্তরাজ্যে চিকিৎসক হিসেবে কর্মরত। ছোট ভাই নাদিম তালহা তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে কর্মরত। বড় মেয়ে মহসিনা ফাতেমা মালয়েশিয়া ও ছোট মেয়ে খাদিজা তাহেরা যুক্তরাজ্যে বসবাস করছেন।

মতামত দিন