সারা বাংলাদেশ

৮ম তম ট্রিড' ঈদ আনন্দ প্যাকেট বিতরণ কার্যক্রম সমাপনী

৮ম তম 'ট্রিড' ঈদ আনন্দ প্যাকেট বিতরণ কার্যক্রমের সমাপনী 

স্টাফ রিপোর্টার : রাজবাড়ীর পাংশায় ৮ম তম 'ট্রিড' ঈদ আনন্দ প্যাকেট বিতরণ অনুষ্ঠানের কার্যক্রমের সমাপনী হয়েছে। গত ২০শে মার্চ থেকে শুরু হয়ে ট্রিডের এই মহতী কার্যক্রম চলছে আজ ২৯ শে মার্চ পর্যন্ত। পাংশা-কালুখালী ও বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে বণ্টন শেষে শনিবার (২৯ মার্চ) বাহাদুরপুর শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ে অত্র ইউনিয়নের জন্য বরাদ্দকৃত ১০০ প্যাকেট বণ্টনের মাধ্যমে কার্যক্রমের সমাপ্তি ঘোষণা করা হয়।

ট্রিডের সভাপতি মনজুর এরশাদ খানের সভাপতিত্ত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. লিয়াকত আলী খান, বিশিষ্ট ব্যবসায়ী এ. কে আজাদ মুন্সী, ট্রিডের কোষাধ্যক্ষ হেলাল উদ্দিন ও ট্রিডের ক্ষুদ্র ঋণ প্রকল্পের পরিচালক আলমগীর হোসেন প্রমুখ। এসময় ট্রিড-বাহাদুরপুরের সমন্বয়ক  আসাদ আলীর তত্ত্বাবধানে অনুষ্ঠানটি সফলভাবে শেষ হওয়ায়, ট্রিডের সকল শুভানুধ্যায়ী, স্বেচ্ছাসেবী ও দাতা সদস্যদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ প্রকাশ করেন ট্রিডের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ডাঃ নিষাদ আলমগীর। 

উল্লেখ্য থাকে যে ট্রিড এর এই কার্যক্রমটি- ২০১৮ সাল থেকে নিরবিচ্ছিন্নভাবে পরিচালনা করে আসছে। পুরো প্রকল্পের অর্থ আসে দাতাদের কাছ থেকে, যাদের মধ্যে সিবিসি টাইলস লিমিটেড এর ডি.জি.এম মো. মিজানুর রহমান রাজা অগ্রগণ্য।

মতামত দিন