পাংশা আওয়ামীলীগের মিছিল মিটিং ও সমাবেশের প্রথম সারির নেতারাই এখন বি এনপির প্রথম সারিতে
কখনও আওয়ামীলীগ কখনও আবার বিএনপি বিএনপির দু সময়ে তাদের পাশে থাকতে না দেখা গেলেও
দেখা যাচ্ছে সু সময়ে এভাবেই পোস্ট করছেন নেটিজেনরা
আফসার উদ্দিন বিশ্বাস আওয়ামী লীগের মিছিল মিটিং ও সমাবেশে প্রথম সারিতেই ছিলো,কিন্তু এখন তাকে বি এনপির প্রথম সারিতে দেখা যাচ্ছে
রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির ইফতার ও দোয়া অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির
আহবায়ক এ্যাড.লিয়াকাত আলীর উপস্থিতিতে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুণ অর রশীদ,
উপজেলা বিএনপির সভাপতি মোঃ চাঁদ আলী খানের হাত ধরে লোকজন নিয়ে রবিবার বিকালে পাংশা সরকারি কলেজ মাঠে যোগ দিয়েছেন
পাংশা উপজেলা আওয়ামীলীগের চলমান কমিটির উপ-দপ্তর সম্পাদক মোঃ আফসার উদ্দিন বিশ্বাস।
ওই পার্টিতে হাজারও জনতার মাঝে বক্তব্য রাখেন আফসার বিশ্বাস সে বক্তব্য ও ছবি রাতেই ভাইরাল হয়।
বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা ফেসবুকে শেয়ার দিয়ে বিভিন্ন মন্তব্য করছেন এভাবেই চলছে রাজবাড়ীর বিএনপি।
স্থানীয় একাধিক নেতা বলেন দেশনায়ক তারেক রহমান যেখানে আওয়ামীলীগের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন সেখানে রাজবাড়ীর
পাংশায় আওয়ামীলীগকে পূরবাসন করতে মরিয়া হয়ে পড়েছে একটি মহল, দলের দুঃসময়ে যারা লগিবৈঠা নিয়ে বিএনপির নেতা কর্মীদের তারা করেছে তারাই বিএনপিতে অবস্থান করছে যা দুঃখজনক।
৩ ও ৪ আগষ্ট আওয়ামীলীগেরসকল কর্মসূচীতে আফসার উদ্দিন বিশ্বাস ছিলেন সামনের দিকেই সেই আফসার উদ্দিন বিশ্বাস বিএনপির কর্মসূচীতে প্রথম সারিতে দেখতে পেয়ে হতাশ বিএনপির কর্মীরা।
মতামত দিন