বাজার করে বাসায় ফেরা হলো না উত্তম কুমার শীল এর
বাজার করে বাসায় ফেরা হলো না উত্তম কুমার শীল এর
শনিবার সকাল ১০ টা নাগাদ রাজবাড়ীর পাংশা পালপাড়া বাসা থেকে সরদার বাস স্টান্ডের দিকে নতুন বাসার ইলেক্টিক মালামাল কিনতে যাওয়ার পথে এস বি পরিবহনের চাপায় আহত হন উত্তম কুমার শীল (৪২) ।
ঘটনা স্থল থেকে তাকে দ্রুত পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে ডাক্তার তাকে ফরিদপুর পাঠানোর কথা বলে ফরিদপুর পাঠানো হলে অবস্থা খারাপ দেখে ফরিদপুর থেকে আবার ঢাকায় পাঠানো হয় তাকে । প্রথামে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় সেখান থেকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য হোম কেয়ারে নেয়া হয় তাকে ।
ঢাকা থেকে জানতে পারেন তার বুকের হার ভেঙে ফুসফুস ছিদ্র হয়ে গেছে ।
ঢাকা হোম কেয়ারে আই সি ও তে যায়গা না পাওয়ায় তিনদিন নরমাল বেডে রাখা হয় তাকে। গত ১৮/ ৩ /২৫ আনুমানিক রাত ১১ টার সময় নড়াচড়া না করলে তার স্ত্রী ডাক্তার কে ডাকলে ডাক্তার তাদের জানান তার মৃত্যু হয়েছে ।
গত ১৮/৩/২৫ রাতে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি উত্তম কুমার শীল সেলুনের দোকান আছে আজিজ সরদার বাস স্টান্ডে তার এক ছেলে ও তার এক মেয়ে আছে ছেলে অমিত কুমার পাংশা কলেজে অনার্স পড়াশোনা করেন ।
মতামত দিন