৩০ হাজার টাকায় ভাগিনার বউ মামার কাছে বিক্রি ভাগিনা পেলেন মাএ ৫ হাজার
৩০,০০০ টাকায় ভাগিনার বউ মামার কাছে বিক্রি পেলেন মাএ ৫ হাজার টাকা
পরকিয়ার কথা শুনলে স্ত্রী সাথে সব সম্পর্ক বিচ্ছেদ করেন অনেক স্বামী তবে এবার স্বামী করলেন বউ বিক্রি
লোকে বলে ভালোবাসা মানে না কোন বয়স মানে না কোন সম্পর্ক
তবে এবার এমনি এক ঘটনা ঘটলো রাজবাড়ী পাংশায়
পাংশা পেট্রোল পাম্পের পাশের স্থানীয় বাসিন্দা আমজেদ এর ছেলে আসরাফ জানতে পারেন তার
স্ত্রীর সিরিন আক্তার সাথে তার মায়ের মামাতো ভাই এর সাথে পরকিয়া প্রেমের সম্পর্ক
বিষয়টি তার স্ত্রীকে জিগ্যেস করলে তিনি বলেন যে সে আসরাফের সংসার করবেন না
তিনি তার মামাশ্বশুর আজিজুল এর সাথেই সংসার করবেন।
এটা শুনেই আসরাফ বলেন ফ্রীতে বউ দিবে না তাকে ৩০,০০০ হাজার টাকা দিলে বউ দিবো।
৩০ হাজার টাকা নিয়ে তাদের মিমাংসা করে দাওয়ার কথা বলে আসরাফের খালু ও আজিজুল এর দুলাভাই উজ্জল
পরে আজিজুল এর থেকে উজ্জল ৩০ হাজার নিলেও আসরাফকে ৫,০০০ টাকা দিয়ে ধামাচাপা দিতে চান তিনি
এতেই বাধে বিপত্তী ঘটনা জানাজানি হলে এলাকাবাসী কাজী মাঃও মোঃ আব্দুল কুদ্দুস নিয়ে এসে তাদের বিয়ে দিয়ে দেন
আজিজুলের বাড়ী বাগদুল খেয়া ঘাট
মতামত দিন