পাংশায় ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাউল বিতরণ
পাংশায় ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাউল বিতরণ
নিজস্ব প্রতিবেদক : রাজবাড়ীর পাংশা উপজেলার ১ নং বাহাদুরপুর ইউনিয়নের ১ হাজার ৫ শত ৬৭ টি পরিবারের মাঝে ঈদ উপহার হিসেবে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে।
রবিবার (২৩ মার্চ) সকাল ৯ টার দিকে বাহাদুরপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এসব চাল বিতরণ করেন অত্র ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সজিব হোসেন। এসময় তিনি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের ১ হাজার ৫ শত ৬৭টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করেন। চাউল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী কর্মকর্তা( ইউএনও) এস.এম আবু দারদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আসলাম হোসেন, ট্যাগ অফিসার মোদ্দাসের হোসেন, ইউপি সচিব ইন্দ্রজিৎ সরকার, ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের ইউপি সদস্য জামরুল ইসলাম, ২ নং ইউপি সদস্য মিজানুর রহমান (খোয়াজ) প্রমুখ।
এসময় ইউপি চেয়ারম্যান মো. সজিব হোসেন অত্র ইউনিয়ন বাসীসহ সকলকে পবিত্র ঈদ-উল- ফিতরের অগ্রিম শুভেচ্ছা জ্ঞাপন করেন। এসময় তিনি বলেন, ঈদের আনন্দ কে সকলের মাঝে ভাগাভাগি করে নেওয়ার প্রয়াসে ১ হাজার ৫ শত ৬৭টি দুস্থ ও অসহায় পরিবারের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পুন্ন হয়েছে। উপহার হিসেবে এই চাল পেয়ে সকলে আনন্দিত এবং সন্তুষ্ট হয়েছেন।
মতামত দিন