সারা বাংলাদেশ

পাংশায় চোরাই মোটরসাইকেল সহ মাদরাসা শিক্ষক আটক

পাংশায় চোরাই মোটরসাইকেলসহ মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার
পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি। 
রাজবাড়ীর পাংশায় চোরাই মোটরসাইকেল সহ মোঃ সাইদুল ইসলাম (২৬) নামে এক মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে পাংশা মডেল থানা পুলিশ। রোববার (২৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রাম এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানায় পুলিশ। গ্রেপ্তার মোঃ সাইদুল ইসলাম উপজেলার মাছপাড়া ইউনিয়নের জয়গ্রামের বায়তুন নুর হাফেজিয়া মডেল মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিং এবং দারুল কোরআন মহিলা মাদ্রাসায় শিক্ষকতা করতেন। তিনি জয়গ্রামের কুরবান আলী মোল্লার ছেলে।
পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন বলেন, বিভিন্ন সূত্রের মাধ্যমে জানতে পারি গ্রেপ্তার ওই মাদ্রাসা শিক্ষক দির্ঘদিন ধরে দেশের বিভিন্ন স্থান থেকে চোরাই মোটরসাইকেল সংগ্রহ করে বিক্রি করতেন। গতকাল দিবাগত রাতে তার নিজ এলাকায় অভিযান চালিয়ে SUZUKI GIXXER SF  ১৫৫ সিসির সিলভার রংয়ের একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়। যার রেজি নং-ঢাকা মেট্রো-ল-১৬-৬৭৬৫। অভ্যাসগত ভাবে চোরাই মোটরসাইকেল বেচাকেনা করায় তার বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রহিয়াছে। মামলা প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হবে।

মতামত দিন