নারায়ণগঞ্জ জেলা বিএনপির ৩৩ সদস্যের পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন
মামুন মাহমুদকে আহ্বায়ক ও মোস্তাফিজুর রহমান ভূঁইয়াকে প্রথম যুগ্ম আহ্বায়ক করে ৩৩ সদস্যের নারায়ণগঞ্জ জেলা বিএনপির পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল সোমবার রাতে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। কমিটিতে অন্য দুই যুগ্ম আহ্বায়ক হলেন মাশুকুল ইসলাম ও শরীফ আহমেদ।
এর আগে গত ২৪ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন ও সাধারণ সম্পাদক গোলাম ফারুকের নেতৃত্বাধীন আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে কেন্দ্রীয় বিএনপি। ওই কমিটি বিলুপ্তির দেড় মাস পর গত ২ ফেব্রুয়ারি নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মামুন মাহমুদকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটি গঠনের দেড় মাস পর ৩৩ আহ্বায়ক কমিটি গঠন করা হলো।
৩৩ সদস্যের আহ্বায়ক কমিটি গঠনের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদ।
মতামত দিন