সারা বাংলাদেশ

রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি।
রাজবাড়ীর পাংশা উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় পাংশা সরকারি কলেজ মাঠে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 
পাংশা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক এ.আর মাহমুদুল হক রোজেনের সভাপতিত্বে ও উপজেলা যুবদলের আহবায়ক মো. আরিফুল ইসলাম আরিফের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য ও রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।
অনুষ্ঠানে এছাড়াও উপস্থিত ছিলেন, রাজবাড়ী-২ আসনের সাবেক সংসদ সদস্য সদরুল আমিন হাবিব, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহবায়ক নয়ীম আনসারি, রাজবাড়ী জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাংশা সরকারি কলেজের সাবেক ভিপি মো. হাবিবুর রহমান রাজা, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরাম কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও ডেপুটি এটর্নি জেনারেল এ্যাডভোকেট এ.এস.এম মুক্তার কবীর খান নান্নু, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবুল হোসেন খান, কালুখালী উপজেলা বিএনপির সাবেক আহবায়ক আইনুল হাবিব, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খন্তকার মসিউল আজম চুন্নু, রাজবাড়ী জেলা বিএনপি নেতা মুজাহিদুল ইসলাম, পাংশা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শওকত আল সরদার, বালিয়াকান্দি উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আব্দুল ওহাব মন্ডল, কালুখালী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মো. সুরুজ আলী মুন্সী, কালুখালী উপজেলা যুবদলের আহবায়ক মো. জিল্লুর রহমান, বালিয়াকান্দি উপজেলা সেচ্ছাসেবক দলের আহবায়ক মো. সজল, কালুখালী উপজেলা যুবদলের সদস্য সচিব ডা. জাকির হোসেন, পাংশা উপজেলা যুবদলের সদস্য সচিব মো. সেলিম সরদার প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন, পাংশা উপজেলা বিএনপির সহসভাপতি বিধান কুমার বিশ্বাস, উপজেলা জিয়া পরিষদের সভাপতি এম.এ জিন্নাহ, সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. শহিদুল ইসলাম খোকন, জেলা ছাত্রদল নেতা মো. সজিব রাজা, হাবাসপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আব্দুল লতিফ খানসহ জেলা, উপজেলা, পৌর ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, সেচ্ছাসেবকদল এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্যে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজনীতিতে ভালো মানুষের খুব অভাব। নাসিরুল হক সাবু একজন ভালো মানুষ। তিনি সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে এসেছেন। আপনারা তার সাথে রাজনীতি করবেন এবং আগামী নির্বাচনে রাজবাড়ী-২ আসনে তিনি মনোনয় পাবেন। আপনারা তাকে বিপুল ভোটে বিজয়ী করবেন।
প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মো. নাসিরুল হক সাবু বলেন, আপনারা এই দলের জন্য অনেক ত্যাগ শিকার করেছেন। আপনার আমাকে ভালোবাসেন আপনাদের দোয়ার আল্লাহ আমাকে সুস্থ ভাবে ফিরিয়ে দিয়েছেন। আপনাদের প্রতি আমি চির কৃতজ্ঞ।

মতামত দিন