সারা বাংলাদেশ

কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চার বন্ধু গ্রেপ্তার

নাটোরের বাগাতিপাড়ায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণ মামলায় চার বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার চার তরুণ হলেন- বাগাতিপাড়া উপজেলার কাকফো পুরাতনপাড়া গ্রামের সাদেক আলীর ছেলে মেহেদী হাসান, হাটদোল গ্রামের বিচ্চাদ আলীর ছেলে মেহেদী হাসান রনি, একই গ্রামের মান্নান আলীর ছেলে রাজিব হোসেন ও সিংড়া উপজেলার আগপাড়া-শেরকোল গ্রামের রুহুল আমিনের ছেলে গোলাম মোস্তফা।


পুলিশ ও ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা যায়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে ভুক্তভোগী কিশোরীকে গত ৫ মার্চ রাতে বাড়ির পাশে আমবাগানে ডেকে নেন মেহেদী হাসান। সেখানে মেহেদী তাকে ধর্ষণ করেন। পরে মেহেদীর তিন বন্ধু রনি, রাজিব ও গোলাম মোস্তফাও ওই কিশোরীকে ধর্ষণ করেন। ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরীর মা বাদী হয়ে ২৫ মার্চ বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করেন। এর পর পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। 

বাগাতিপাড়া মডেল থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, গ্রেপ্তারকৃতদের আজ বুধবার আদালতে সোপর্দ করা হবে।


মতামত দিন